মদীনা মুনাওয়ারা। সোনার মদীনা। মুমিন মুসলমানদের প্রাণ। এই সোনার শহরেই রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র রওজা শরীফ। এই মহা মর্যাদাবান স্থানটি হল জান্নাতের বাগান। কত হতভাগা তারা, যারা এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকেন। সোনার মদিনা এবং হায়াতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সোনার রওজার ফাজিলাত সম্পর্কে অজস্র সহীহ হাদীস বর্ণিত আছে। সম্মানিত পাঠকবর্গের সামনে কিছু হাদীস পরিবেশন করছি।
হাদীস নম্বর ১- হযরত আবদুল্লাহ বিন যায়েদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘হযরত ইবরাহীম আলাইহিস সাল্লাম মক্কাকে ‘হারম’ বানিয়েছিলেন এবং মক্কার জন্য দোয়া করেছিলেন। আমি মদিনাকে ‘হারম বানাচ্ছি যেমন হযরত ইবরাহীম আলাইহিস সাল্লাস মক্কাকে ‘হারম বানিয়েছিলেন এবং হযরত ইবরাহীম আলাইহিস সাল্লামের ন্যায় মদিনার উৎপন্ন দ্রব্যের মধ্যে বরকতের দোয়া করছি।’’
তথ্যসূত্র-
১। সহীহ বুখারী, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৭৪৯, হাদীস নং – ২০২২
২। সহীহ মুসলিম, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৯৯১, হাদীস নং – ১৩৬০
৩। আহমাদ বিন হাম্বাল, মুসনাদ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৪০
৪। তাহাবী, মাশকালাল আসার, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৯৭-৯৮
৫। বাইহাকী, আস সুনানুল কুবরা, খন্ড নং ৫, পৃষ্ঠা নং ১৯৭
৬। বাইহাকী, দালায়েলুল নাবুয়াহ, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৫৬৯-৫৭০
হাদীস নম্বর ২ – হযরত জাবির বিন আবদুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘হযরত ইবরাহীম আলাইহিস সাল্লাম মক্কাকে ‘হারম’ ঘোষণা করেছিলেন এবং আমি মদিনাকে ‘হারম’ ঘোষণা করছি। তাই মদিনার কংকরময়য ভূমির মধ্যবর্তী স্থানের কোন বৃক্ষ যেন না কাটা হয় এবং কোন পশুও যেন শিকার না করা হয়।’’
তথ্যসূত্র –
১। সহীহ মুসলিম, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৯৯২, হাদীস নং ১০৬২
২। নাসাঈ-আস সুনানুল কুবরা, খন্ড নং ২, পৃষ্ঠা নং ৪৭৮,
হাদীস নং -৪২৮৪
৩। আবুল ইয়ালা – আল মুসনাদ – খন্ড নং ৪, পৃষ্ঠা নং- ১১৩,
হাদীস নং – ২১৫১
৪। বাইহাকী – আস সুনানুল কুবরা – খন্ড নং ৫, পৃষ্ঠা নং ১৯৮
হাদীস নম্বর ৩– হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘হে আল্লাহ ! আমি মদিনাকে ঐ প্রকার ‘হারম’ ঘোষণা করছি যে প্রকার আপনি মক্কাকে ‘হারম’ ঘোষণা করেছেন।
তথ্যসূত্র – ১। ইবনে আবি শাইবাহ, আল মুসান্নাফ, খন্ড নং ৭, পৃষ্ঠা নং ২৯৬, হাদীস নং – ৩৬২২৮ ২। আবুল ইয়ালা – আল মুসনাদ, খন্ড নং ৪, পৃষ্ঠা নং ৪০২, হাদীস নং – ২৫২৬
হাদীস নম্বর ৪– হযরত আবদুল্লাহ ইবনে আরাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘‘প্রত্যেক নবীরই কোনো না কোন ‘হারম’ আছে আর আমার ‘হারম’ হল মদিনা।’’
তথ্যসূত্র –
১। আহমাদ বিন হাম্বাল, মুসনাদ, খন্ড নং ১, পৃষ্ঠা নং ৩১৮
২। তাবারানী – আল মাজমাউল আওসাত, খন্ড নং ৬, পৃষ্ঠা নং – ৩৫৬, হাদীস নং – ৬৬০৭
৩। দায়লামী – আল ফিরদৌস, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৩৩৫, হাদীস নং ৫০০৭ ৪। হায়শামী – মাজমাউল জাওয়ায়েদ, খন্ড নং ৩, পৃষ্ঠা নং ৩০১