ছেড়ে তুমি যেও না জড়িয়ে মায়ায়
করো না শুরু বিরহের চাষ জীবন খাতায়
মায়ায় জড়িয়ে কোথা যাও কোন দিগন্তে ?
হাত দুটো ধরার পর কোথা যাও কোন মেরুতে?
হৃদয় আমার ভেঙ্গো না
সইতে পারবো না
এসো আমার বাড়িতে
এসো আমার অন্তরে
পালংকের উপরে বসতে দেবো
মিষ্টি হৃদয় পেতে ।
আকাশে যেও না তুমি
দেখতে পাব না
পাতালে যেও না তুমি
নাগাল পাবো না
রও আমার অন্তরে
আমার হৃদয়ে
অন্তরে অন্তর মিশিয়ে
হৃদয়ে হৃদয়
আমাকে বুকে নিয়ে ।
মঙ্গলে যেও না তুমি
ঘ্রান পাবো না
নেপচুনে যেও না তুমি
কথা হবে না
রও আমার অন্তরে
আমার হৃদয়ে
অন্তরে অন্তর মিশিয়ে
হৃদয়ে হৃদয়
আমাকে বুকে নিয়ে ।
দোয়াপ্রার্থীঃ এ কে আযাদ কাদেরী , বাবলা, মালদহ, পশ্চিম বংগ [ ২২.০৪.২০২৪ ]